বসন্তে অশান্ত ফুল
গ্রীস্মে পাকা ফল,
বর্ষায় বরিষ ধরায়
জন্মে নব বৃক্ষদল ।


শরতে শান্ত ভুবন
করে নতুন সাজ,
হেমন্ত নিরবে ছড়ায়
শীতের আমেজ।


শীতে প্রকৃতি ভীতে
ঝরায় গাছের পাতা,
মানব জীবন বুঝি
ষড় ঋতুর মত গাঁথা?