কথার প্রভেদ ছড়ায় বিভেদ
কথায় কথা আনে,
শিষ্টাচারে মিষ্টি কথায়
হৃদয় হৃদয় টানে।


শ্রুতি মধুর কথা যাহার
ভুবন ভরা বন্ধু তাহার
প্রিয় সে সবখানে,
কন্ঠে যাহার কোমলতা
ওষ্ঠে যাহার সজীবতা
সবার কাছে থাকে সে প্রিয় বাঁধনে।

কথার মাঝে বললে কথা
নিতান্তই তা অভদ্রতা
কয় জনা তা জানে?
শ্রুতিকটু খারাপ কথা
অতিকথন বাচালতা
সবাই দেখে অসম্মানে।


তাইতো কথা শিখতে হবে
কখন কোথায় কি বলতে হবে
এ ভুবনে কথায় আনে সুনাম ও সম্মান
জানেন বুদ্ধিমানে।