আর কি কভু দেখা হবে তায়!
যাকে প্রথম দেখেছিলাম মধুর রেস্তোরাঁয়।
তখন বয়সে আমার বসন্ত বাতাস দুরন্ত সব ছোঁয়া,
থাকতো হৃদয় জয়ের নেশায় জানতো না মাথা নোয়া।
ইউনিভার্সিটির ছাত্র আমি ছাত্র বলে কথা,
ছাত্র মানেই দেশের শক্তি ছাত্র দেশের নেতা।
ছাত্র মানে সৎ নির্লোভ সিংহ সাহসী সম,
ছাত্র মানেই প্রতিবাদকারী অন্যায়কারীর যম।
ছাত্র মানে উদার বক্ষ আকাশ সম আশা,
ছাত্র মানেই মায়ের মমতায় দেশকে ভালোবাসা।
এমনি যখন ভাবার সময় ভাবছি বসে বসে,
হঠাৎ করে এক মায়াবীনি বসলো কাছে এসে।
বয়স তাহার উনিশ বিশে মায়ামৃগ চোখ,
কেশগুলো তার পোষ মানে না ঢাকতে চাহে মুখ।
ওষ্ঠে তাহার নিষ্ঠ হাসি চক্ষে বিনয় প্রণয়,
অমিয় তার মুখের বাণী লাজুক লাজুক হৃদয়।
অল্প স্বল্প বললো কথা কুহক কুহক চোখে,
দুটি হৃদয় ক্ষণিক সময় জড়ো হলো সবার অলক্ষ্যে।
সেই দেখাটাই প্রথম ছিল সেই দেখাটাই শেষ,
এখনো তার মূর্তিখানি চোখে আছে বেশ।