চেয়ে দেখো খোকা
আমাদের জাতীয় পতাকা,
সবুজের মাঝে লাল বৃত্ত আঁকা।


জানো হে খোকা?
পতাকার বৃত্তের লাল রঙ
শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের রঙে আঁকা।


মুক্তিযোদ্ধা কাকে বলে শোনো খোকা বেশ,
বঙ্গবন্ধুর আহবানে যারা যুদ্ধ করে পাক হানাদারদের এদেশ থেকে তাড়িয়ে দিয়ে স্বাধীন করলো দেশ।


তাইতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে বলে বাঙালি জাতির পিতা
শহীদ মুক্তিযোদ্ধাদের বলে শ্রেষ্ঠ বীর,
এই বীর শহীদদের শ্রদ্ধায় ভালবেসে
ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে
সর্বস্তরের জনতা করে ভীড়।