যাহার হাসি হৃদয়ে আমার প্রথম দিয়েছে সুখ,
সে যে আমার মায়ের হাসি আমার মায়ের মুখ।
সে হাসিটাই কোমল ছিল বিমল ছিল
মায়ায় ভরা স্নিগ্ধ ছিল
আহা সে হাসিতে হাসতে হাসতে
আনন্দেতে দূলতো আমার বুক।


চাঁদ হাসে নদীর বুকে জোয়ার যখন আসে
ফুল হাসে চারিপাশে যখন মৌমাছিরা নাচে
আমার মায়ের মুখে ফুটতো হাসি
আমি পেলে মৃদু সুখ।


মা যখন হাসতো আমার মুখের পানে চেয়ে
স্বর্গের ছোঁয়া আনন্দ আমার হৃদয়ে যেত বহে
আমি বিশ্ব মাঝে সে মিষ্টি হাসি খুঁজেছি অনেক
পাইনি কোথাও মায়ের মত সেই হাসিমাখা মুখ।