কাঠের সাঁকো ব্রিজ হয়েছে, হয়েছে ওভার ব্রীজ,
টিনের ঘর হয়েছে ইট পাথরের, ঘরে জুটেছে ফ্রিজ।
বেড়েছে বাড়ি বেড়েছে গাড়ি কমেছে কাহারো অভাব,
অর্থ সম্পদ বেড়েছে যাদের তাদের বেড়েছে হাবভাব।
হয়েছে অনেক নতুন স্কুল, বিদ্যালয় হয়েছে মহাবিদ্যালয়,
বিদ্যুৎ এর ঝলকানিতে হয়েছে শহর অনেক আলোকময়।
শুধু আলোকিত হয়নি শহরবাসীর হৃদয়, হয়নি তাহারা সৎ,
তাই শহর হয়েছে লোভের ক্ষোভের, হয়েছে দুর্নীতিগ্রস্ত।
শহর কি আর হয় উন্নত যদি শহর বাসীর চরিত্র হয় কদাকার!
উন্নত শহর তাকে বলে যখন শহরবাসী হয় সৎ নীতিবান, আচরণে সদাচার।