বড্ড খাঁটি প্রেমিক হতে চেয়েছিলাম
কিন্তু পারলাম কই?
যখনই সত্য কথা সহজ ভাবে বলি
তুমি রাগে অভিমানে করো হৈচৈ।


শুধু তুমি নও, আজকাল সবাই এমনটি করে।
এই যে দেখো, আমাদের অফিসের বড়বাবু আমাকে প্রমোশনটা দিলো না।
বলে; আমি নাকি সহজ সরল, সোজাসুজি কথা বলি,
কিন্তু যে ভুল শব্দ লিখতে বানানে ভুল করত,
তাকে দিল প্রমোশন
কারণ সে জানে মিথ্যে তোষণ,
বলো এ দুঃখ কাকে আমি কই?


শোন সই,
সত্য কথা যে কেউ ভালোবাসো না এমনটি নয়,
সবাই সত্যকে ভালোবাসে শুধু বইয়ের পাতায়,
দেখতে চায় নাটকে, সিনেমার পর্দায়
শুনতে চায় যতক্ষণ থাকে মসজিদ মন্দির গির্জায়,
তারপর যেই সেই -
বলে মিথ্যেই।
তুমি কি চাও আমি ওদের মতো হই?