নাই দেবী-দেব তবু মহাদেব লইয়া উপাধি খানি,
কে জানে কোন বেলায় লক্ষ্মীপুর জেলায় রচিলো গ্রাম খানি।
পাশে নন্দ খাল বহিছে অনন্ত কাল অসীম আনন্দ লয়ে,
নাই ভরা জল তবু খুশিতে টলমল দুটি গ্রামের মধ্যমনি হয়ে।
মহাদেব গাঁয়ের পাখির গানে সুর উঠে নন্দনে,
নন্দন গ্রাম হয় সুবাসিত মহাদেবের ফুলের কাননে।
মুসলিম হিন্দু বৌদ্দ খৃষ্টান সবে ধর্ম ভেদাভেদ ভুলে,
সকলের তরে সকলে তাহারা কল্যাণ করে প্রাণ খুলে।
নন্দনবাসী যায় মহাদেবে, মহাদেববাসী আসে নন্দনে ,
পাশাপাশি দুটি গ্রাম শান্তি অভিরাম প্রেম প্রীতি বন্ধনে।