তাকে আমার লাগতো ভালো
লাগতো অনেক ভয়,
আমার কথায় কাজে তাহার মনে
যদি দুঃখ হয়।


তাকে দেখলে যেন কেমন তরো
আমার চক্ষু হতো ছানাবড়ো,
কাঁপতো হৃদয় থরথর
হতো দেহ জড়োসড়ো,
বন্ধুরা সব কইতো মোরে
এমনি করে সবার নাকি প্রেমের সূচন হয়।


দুই দিন তাকে না দেখলে
আমার কাটতো সময় এলেবেলে,
মনে হতো এ পৃথিবী জনশূন্য
লাগতো বিষাদময়,
বন্ধুরা সব বলতো মোরে
এমনি করে সবার নাকি প্রেমের সূচন হয়।


শতেক কথা সাজিয়ে মনে
যেতাম যখন তাহার সনে
বলতে যখন চাইতাম আমি
হতো কণ্ঠ রুদ্ধময়,
বন্ধুরা সব কইতো মোরে
এমনি করে সবার নাকি প্রেমের সূচন হয়।


এখন আমার অন্তিম যৌবন,
কাটিয়া কিশোর বেলা,
দুজনের মনের কথা রইল মনে
হয়নি তো আজো বলা।


হয়তো তাহার মনে এখনো লজ্জা
আমার মনে ভয়,
হায়! এমনি করিয়া আমাদের প্রেম
রবে বুঝি অক্ষয়?