কি ছিল তোমার চোখে আমি জানি না,
তোমাকে দেখার পর
হৃদয়ে উঠিল ঝড়
তারপর কোন কিছু ভালো লাগে না।
এতদিন ছিল মনে এই অভিলাষ
কারো বা প্রেমে আমি হবো না উদাস
সন্ধ্যা তারার মত জ্বলবো একা একা
এই মনে সেই সাধ আর জাগে না।
যত দেখি ঝর্ণা পাহাড় নদী
তোমার মায়াবী মুখ ভাসে নিরবধি
তোমার মধুর হাসি দুটি চোখে উঠে ভাসি
সে হাসি কেন যেন ভোলা যায় না।