দুটি কান যদি না হতো টান টান
কেমনে পরতো মাক্স,
করোনা কি আর করতো করুণা
দিতো কি আর রিলাক্স?
চশমা জোড়া কেমনে লাগতো চোখে
যদি কান না হতো খাড়া,
সুন্দরী মেয়ে হতো না সুন্দর
কানের ঝুমকা ছাড়া।
সুন্দর কথা সুন্দর সুর
প্রিয়-প্রিয়ার প্রণয় আলাপন,
কেউ কি কভু শুনতে পেত
যদি না থাকতো খাড়া কান।
লঘু অপরাধ কিংবা ছোট পাপাচার
কানে ধরে উঠ-বসে হয় যে বিচার
যুগ যুগ ধরে এই সুবিচার
করেনি তো কেউ অস্বীকার।
কানের এত মহত্ত্ব গুরুত্ব
কান এত প্রয়োজন,
তবু শিক্ষক পড়া না পারলে
কেন কান ধরে দেয় টান?