আমি কবিতা লিখতে চাই,
কৃষক শ্রমিক কুলি মজুর
মেহনতি মানুষের নিয়ে
যাদের হাড় ভাঙ্গা পরিশ্রমে
গড়ে ওঠে সভ্য নগরীর
ইট পাথরের দালান কোঠা।
যারা কাক ডাকা ভোরে
সংসারের যুদ্ধে নেমে পড়ে
দেশ গড়ার নিপুণ কারিগর বেশে।
আমি কবিতা লিখতে চাই,
সেই সব মেহনতি মানুষদের নিয়ে
যারা মাতৃভূমির পবিত্র কাঁদামাটি
ফসলের মাঠ অনন্তকাল ধরে
মায়ের মত আগলিয়ে রাখে।
আমি কবিতা লিখতে চাই,
সেই সব সত্য-ন্যায়ের পথে
প্রতিষ্ঠিত সমাজপতিদের নিয়ে
যারা যুগ যুগ ধরে মানবতার
মুক্তির জয় গান গেয়ে যায়।
আমি কবিতা লিখতে চাই,
সেই সব জ্ঞানী,গুণী,মুনিব
মহীসী,মহাজনদের নিয়ে
যারা মরু সাহারার বুকে নির্জনে বসে
যুগ যুগ ধরে করেছে সাধনা
অকূল দরিয়ার বুকে দিয়েছে পড়ি
মহাবিশ্বকে করেছে জয়।