রোজ সকালে লক্ষ্মী সোনা
পড়ার টেবিলে বসে,
মনের সুখে হাসি মুখে
রঙের হিসাব কষে।


সুপ্রভাতের মিষ্টি রোদের
মায়ার পরশ মেখে,
লাল-সবুজের বিজয় নিশান
যাচ্ছে শুধু এঁকে।


লক্ষ্মীর আঁকা ছবির আছর
লাল-সবুজের বেশ,
বাঙালির কাছে বিজয় মাসে
থেকে যায় তার রেশ।


আম্মু দেখে বলছে হেসে
ওরে লক্ষ্মী সোনা,
লাল-সবুজের বিজয় নিশান
রক্ত দিয়ে কেনা।