বন্ধ আছে বিদ্যালয় সব
অন্ধ হচ্ছে জাতি,
আগামীতে দেশ চালাবে
কামার কুমার তাঁতি।


শিক্ষাখাতে হচ্ছে ক্ষতি
কেউ দেখে না চেয়ে ,
মাথা ব্যাথা হচ্ছে মোদের
করোনা ভাইরাস নিয়ে।


বই খাতা সব আছে পড়ে
পাঠশালার ওই ঘরে,
কি অপরাধ করেছি মোরা
পড়ালেখা করে।


দাও খুলে আজ বন্ধ দুয়ার
থাকবো নাকো ঘরে,
শিক্ষা নিয়ে বাঁচবো মোরা
দেশ মাতারই তরে ।


ওঠো জেগে কলম হাতে
ভাঙ্গো মনের তালা,
শিক্ষা অর্জন না করে আজ
মনে ধরছে জ্বালা।