আমি আজ এই পৃথিবীর বুকে
নিরাপদ ভূখণ্ডের খোঁজে ক্লান্ত হয়ে গেছি,
ক্লান্ত হয়ে গেছি একটি মনোরম পরিবেশের খোঁজে।
তবু আমি থেমে থেমে ক্লান্তদেহ নিয়ে
একটু শান্তির আশায় খালি পায়ে হেঁটে হেঁটে
বহুপথ পাড়ি দিয়েছি গ্রীষ্মের উষ্ণতার মাঝে
কিন্তু কোথাও খুঁজে পেলাম না
বটবৃক্ষের ছায়ার মত শান্তির ঠিকানা।


তবে কি রাতের আঁধারে ডাইনি রাক্ষুসির দল
নিবিড় ঘনবনের বৃক্ষরাজি গুলো ভক্ষণ করেছে?
দখল করেছে নিরাপদ ভূখণ্ড আর মনোরম পরিবেশ?


আমি দিশেহারা ক্লান্ত পথিক
তৃষ্ণার তরে আমার বুকটা ফেটে যাচ্ছে
কিন্তু প্রাণের তাগিদে তৃষ্ণা মেটানোর জন্য
কোথাও খুঁজে পেলাম না একফুটা জল।


আমি হতাশ হয়ে যে দিকে তাকাই
শুধু দেখতে পাই ধু ধু মরুভূমির উত্তপ্ত বালুচর।
নদীর বুকে অনবরত রক্তের স্রোত বয়ছে
কান খাড়া করলে শুনা যায় হিংস্র নরপশুদের গজর্ন,
হিংস্র নরপশুদের গজর্ন শুনে আমার বুকটা কেঁপে ওঠে
এমন কুঠিল অন্ধকারের মাঝে পালাবার নেই কোন পথ;
নেই কোন বিশ্রাম নেওয়ার শান্তি নিকেতন স্থান।