হেমন্ত ঋতুর প্রথম মাসে
শিশির ভেজা ঘাসে,
সুপ্রভাতে রবির আলো
ঝলমলিয়ে হাসে।


হিমেল হাওয়ার দোলায় দোলে
হেমন্তের পাকা ধান,
গোলাভরা সোনার ধানে
কৃষক জুড়ায় প্রাণ।


নতুন ধানের পিঠা পুলিতে
মিষ্টি করে মুখ,
হেমন্তের এই নবান্ন উৎসবে
হৃদয়ে ভরে সুখ।


হেমন্তের ঐ দূর আকাশে
মিষ্টি রোদের খেলা,
মিষ্টি রোদের পরশ পেতে
শিশুরা বাসায় মেলা।


ফুলে ফুলে নব সাজে
তরুলতার বন।
শিশির ভেজা ফুলের মাঝে
ভোমরের  আহরণ,


গুনগুনিয়া পাখির গানে
ব্যাকুল করে মন,
হেমন্ত এলো বার্তা নিয়ে
শীতের শিহরণ।