ধরণীতে শুভ নববর্ষের শুভ আগমনে,
রবির কিরণ ঝলমল করে মুক্ত গগনে।
পূর্ণিমা রাতের রুপালি চাঁদ মুক্তা ছাড়াই,
পাখ-পাখালি মনের আনন্দে গান গাই।


ছয় ঋতু ঘুরে ফিরে নিয়ে আসে নতুন দিন,
চারিদিকে আনন্দ উল্লাসে বাজায় খুশির বীণ।
নব রূপে সাজে গাছ-গাছালি নিবিড় ঘনবন,  
উত্তরের হিম সমীরণ সদা ব্যাকুল করে মন।


নববর্ষের আগমন মুছে দেয় অতীতের স্মৃতি,  
হিংসা বিদ্বেষ ভুলে মানবের মাঝে গড়ে প্রীতি।
ভুবনে যখন নিস্তব্ধ নিশি রাত অবসান প্রায়,
পুরোনো বর্ষ ভুবন থেকে নেয় চির বিদায়।


নববর্ষের শুভক্ষণে হরষে মানব জাতির মন,
বিগত বর্ষ বিদায় ক্ষণে অশ্রু করে বিসর্জন।
নববর্ষ নিয়ে আসে আরেকটি নতুন বসন্ত,
মহাকালের যাত্রায় পুরোনো বর্ষ হয় বিগত।


চারিদিকে সুবাস ছড়ায় হলুদ সরিষার ফুল,
নববর্ষের সরিষার ফুলে অলিরা করে হুলস্থুল।
কোকিলের কণ্ঠে ফিরে আসে মিষ্টি মধুর গান,
মুগ্ধ করে নববর্ষের মাঠের ফসল সোনালী ধান।