নীল আকাশের ও বাঁকা চাঁদ
এসো মোদের বাড়ি,
তোমার জন্য খোকন সোনা
মুখ করেছে ভারি।


আমার কাছে ভাত খাবে না
করছে ভীষণ আড়ি,
রাগ করে সে চলে যাচ্ছে
নানা-নানির বাড়ি।


নীল আকাশের ও বাঁকা চাঁদ
তোমার পায়ে ধরি,
দুষ্টু সোনার রাগ ভাঙাতে
এসো মোদের বাড়ি।

মনের সুখে হাসি মুখে
পূর্ণিমার ঐ রাতে,
জোছনার আলো গায়ে মেখে
খেলবে খোকার সাথে।