ঐ যে দেখো মাঠ পেরিয়ে সবুজ শ্যামল বন,
যেথায় ঝরা পাতার বাজনা বাজে সারাক্ষণ।
ঘাস ফড়িংয়ে নৃত্য করে বাজনার তালে তালে,
দোয়েল-কোয়েল,ময়না ডাকে কদম গাছের ডালে।


ঐ যে দেখো মাঠ পেরিয়ে পাকা আমন ধান,
সেই ধানেতে দিবানিশি ছড়ায় মধুর ঘ্রাণ।
ধানের ঘ্রাণে মুগ্ধ হয়ে মেতে উঠে চাষী,
নেচে উঠে পল্লী গাঁয়ের চাচি,পিসি,মাসি।


ঐ যে দেখো মাঠ পেরিয়ে ছোট্ট মোদের গাঁও,
যেথায় তুমি দেখতে পাবে একবার যদি যাও,
আঁকা-বাঁকা মেঠো পথে গরু-মহিষের গাড়ি,
নদীর তীরে মাঝি ভাইদের নৌকা সারি সারি।


ঐ যে দেখো মাঠ পেরিয়ে মাথাভাঙ্গা নদী,
জল তরঙ্গের ঢেউয়ের তালে চলে নিরবধি।
যেথায় হাসে সুপ্রভাতে শাপলা-শালুক ফুল,
সেই ফুলেতে মৌ-পাপিয়া করে হুলস্থুল।


ঐ যে দেখো মাঠ পেরিয়ে পণ্যে ভরা হাট,
যেথায় বেচে গাঁয়ের চাষী সোনালী রঙের পাট।
তারতাজা শাক-সবজি আর আলু,পটোল,ঝাল,
হরেক রকম খাদ্য দ্রব্য আমন ধানের চাল।