বাংলাদেশ ও আমার প্রিয় বাংলাদেশ
তব রূপের গুনের নেই কোন শেষ


তোমার বুকেতে মেঘ বাদলা শ্রাবণে
প্রতিদিন সূর্য ওঠে পুবালি গগনে
শরতের রিমঝিম বৃষ্টিভেজা ভোরে
পাক-পাখালি ডাকে মিষ্টি মধুর সুরে
দূর্বা ঘাসেতে শিশির করে সমাবেশ
বাংলাদেশ ও আমার প্রিয় বাংলাদেশ।।


তোমার নীল আকাশে চাঁদ তারা হাসে
বিলে ঝিলে জলাশয়ে পদ্ম ফুল ভাসে
গাছে গাছে শিউলি বকুল ফুল সাজে
শস্য শ্যামল ঐ চির সবুজের মাঝে
যা দেখিলে জুড়ায় মনের ক্লেশ
বাংলাদেশ ও আমার প্রিয় বাংলাদেশ।।


দিগন্তের সোনা ভরা ফসলের মাঠ
নদী নালা পাহাড় সাগর সমতট
চাষার মুখে অনাবিল সুখের হাসি
নবান্ন উৎসবে মা খালাদের খুশি
সব তোমার বুকে নির্মুল পরিবেশ
বাংলাদেশ ও আমার প্রিয় বাংলাদেশ।।