রূপের রানী ব্যাকুল হয়ে আমি
তব রূপ দেখি চেয়ে,
দূর নীলিমায় মন ছুটে যায়
তব প্রেমের পরশ পেয়ে।


কি যাদু আজ করলে আমায়
মন বসে না ঘরে,
তোমার প্রেমের পরশ পেতে
মনটা আনচান করে।


চাঁদের মত রূপ যে তোমার
কাজল কালো আঁখি,
মায়াবী রূপের মুগ্ধ হয়ে আমি
তব প্রেমের ছবি আঁকি।


তোমার আমার বন্ধন যদি
থাকে ললাটে লেখা,
দৃষ্টির অগোচরে না থেকে প্রিয়
একটু খানি দাও দেখা।


আমার মনে স্বপ্ন জাগে
বাধবো সুখের ঘর,
প্রেয়সী তব প্রেমের পরশে
হয়েছি আমি বিভোর।