প্রজাপতি তোমার মত  
থাকতো আমার ডানা,
নীল আকাশে উড়ে যেতে
শুনতাম না আর মানা।


মনের সুখে ফুলের কাছে
আমি যেতাম ছুটে,
রংধনু সাত রঙের বেশে
মধু নিতাম লুটে।


আমার অনেক সাথী হতো
অচিনপুরের হুর,
তাদের সাথে হারিয়ে যেতাম
অজানা বহু দূর,