চলনা সখী সবাই তোরা
পুতুল খেলার ঘরে,
খেলবো খেলা সারা বেলা
রান্না-বাড়া করে।


আজ পুতুলের গায়ে হলুদ
কাল পুতুলের বিয়ে,
মাতবো সবাই গায় হলুদে
রঙের খেলা নিয়ে।


সাজবে পুতুল নানা রঙ্গে
লজ্জায় ঘোমটা দিয়ে,
সখী তোরা ওঠবে মেতে
পুতুলের সাজ নিয়ে।


পুতুল পড়বে রঙিন শাড়ী
কর্ণে সোনার দুল,
বিয়ে বাড়ি সানাই বেঁজে
ফুটবে বিয়ের ফুল।


বরপক্ষ আসবে ধেয়ে
বরকে সঙ্গে নিয়ে,
বিয়ের গেটের ফিতা কাটবে
কাঁঠাল পাতা দিয়ে।


খেতে দেবো মাছের মুড়ো
চিনি পাতার দই,
পুতুল যে আজ বিদায় নেবে
সঙ্গে দেবো খই।