আমি অনন্তকাল ধরে ভালোবেসে যাবো
রূপসী বাংলার পণ্যে ভরা লোকালয়
চির সবুজের অপরূপ ধান কাউনের মাঠ,
যে মাঠের বুকে ঝড় বৃষ্টি সহ্য করে
ফসল ফলানোর তরে ব্যস্ত হয়ে পড়ে
রূপসী বাংলার সমস্ত কৃষক-কৃষাণী।
যে দেশের বুকে বড় হয়েছে শত শত কবি
নজরুল,রবি জ্ঞানী গুণী মহিষী মহাজন
বহুকাল ধরে খর কুটো আচ্ছাদিত মাটির ঘরে
শয়িত আছে অতি পরিচিত আত্মীয়-স্বজন।
আমি অনন্ত কাল ধরে ভালোবেসে যাবো
রূপসী বাংলার রঙ বেরঙের পাখিদের কলরব
‌ঋতু বসন্তের পলাশ বকুল ফুলের মৌ মৌ গন্ধ
যে গন্ধের মাঝে খুঁজে পাই পরম সুখের আসন।
আমি অনন্তকাল ধরে ভালোবেসে যাবো
প্রাণে শিহরণ জাগানো শরতের সাদা কাশফুল
হেমন্তের শিশির ভেজা নতুন ধানের গন্ধের রেশ
পল্লী গাঁয়ের মুখরিত পিঠা পুলির নবান্ন উৎসব।
আমি অনন্তকাল ধরে ভালোবেসে যাবো
বর্ষার কদম কেয়া ফুলের বিমোহিত সৌন্দর্য
নীল আকাশ থেকে নেমে আসা মুষলধারার বৃষ্টি।
পদ্মা,মেঘনা,যমুনার বুকে জমে ওঠা বালুচর
অকূল দরিয়ার জল তরঙ্গের ‌বিধৌত
আর মাঝি ভাইদের পাল তোলা ওই নাও।
আমি অনন্তকাল ধরে ভালোবেসে যাবো
রূপসী বাংলার রাখালীয়ার বাঁশির সুর
পল্লী গাঁয়ের জারি সারি আর ভাটিয়ালি গান।