শীত এসেছে আবার ফিরে সবুজ-শ্যামল গাঁয়ে,
ভোরের শিশির দলবেঁধে সব আসে খুশি নায়ে।
হালকা হাওয়ার আলতো ছোঁয়ায় ভাসে সারাক্ষণ,
খেতখামারের সবজি ফসল করে নেয় যে আপন।


পুব আকাশে সূর্য মামা কিরণ জ্বেলে ওঠে,
সেই খুশিতে আলসে মেয়ে রোদের কাছে ছোটে।
শিশির হাসে দূর্বাঘাসে,তরুলতার বনে,
সকাল বেলা আলসেমিভাব থাকে খুকুর মনে।


মাঠ ছেয়ে যায় শিশিরভেজা পাকা আমন ধানে,
মন মাতিয়ে যায় যে কৃষক ভাটিয়ালি গানে।
গাঁয়ের বধূ নৃত্য করে ধানের বাজনার তালে,
তাইনা দেখে ময়না ডাকে কদম গাছের ডালে।


খেজুর গাছে রসের হাঁড়ি ছড়ায় মধুর ঘ্রাণ,
মধুর ঘ্রাণে গাছি ভাইয়ের জুড়িয়ে যায় প্রাণ।
শীতের রাতে নতুন চালের রসের ভাপা পিঠা,
বাবা-মায়ের পাশে বসে খেতে লাগে মিঠা।