ভাগ্যটা আজ আঘাত পেয়ে
নিদ নাহি দুটি চোখে,
স্বপ্ন দেখা হৃদয়টা আজ
কাঁদছে সুখে-দুখে।


জীবন যুদ্ধে ভবের মাঝে
করছি কত সাধন,
পথ হারিয়ে ভাগ্যটা আজ
পাই না সুখের আসন।


মনটা আমার যাচ্ছে উড়ে
হচ্ছে পাগলপারা,
কোন খানে যাই কোন বনে যাই
পাই না সুখের সাড়া।


ভাগ্যটা আজ মন্দ ভেবে
সদায় ভাবে ভাগ্যহীন,
আপন মনে ব্যথা রেখে
কেটে যায় সারাটা দিন।


এখন বুঝি এই জগতে
ভাগ্যের কিছু নেই,
পাওয়া করে ছোটাছুটি
কর্মের পিছুতেই।


জ্ঞান ক্ষমতা তার সাথেতে
করো তুমি যোগ,
নিজ হাতে গড়া ভাগ্যটাকে
করো উপভোগ।