আমি যতটা আবেগি
তার চেয়েও বেশি দ্বিধার সাগরে ডুবে থাকা মানুষ
ব্যক্তি চাওয়া-পাওয়ার সাথে বাস্তবতার বিস্তর ফারাক
তাই যতটা হাসি-খুশি
তার চেয়েও বেশি অভিমানী।
ভীরুতা আমার রক্তে লেখা
বুকে পাথর চেপেও দিব্বি ঘুরে বেড়াতে জানি
পারি না করতে অন্তরাত্মার বহিঃপ্রকাশ।
আমি যতটা আত্মত্যাগী তার চেয়েও বেশি খুঁজি আত্মতৃপ্তি
আকাশ যতই রঙিন হোক বাতাস যতই মৃদু বয়ে যাক
দিনশেষে নিজেকে দেখতে পাই স্বপ্নভাঙ্গার চোরাবালিতে।
কোন অংশেই পূর্ণতা নেই আমার
নিজেকে মানুষ ভাবতেও অবাক লাগে কখনো!
তবুও প্রতিদিন মানুষের ভীড়ে হারিয়ে যাই আমি
যদি খুঁজে পাই আপন সত্ত্বাকে
সকলের উল্লাস দেখে মনে যদিও জাগে অভিলাষ
তবুও স্বপ্ন পূরণে নেই পায়তারা
ক্ষয়ে যাওয়া জুতার মাঝেই দেখি আগামীর পথচলা
ছিড়ে যাওয়া কাথার মাঝেই বুনি বেঁচে থাকার স্বপ্ন।।