একদিন আমি বড় হবো
ছাড়িয়ে যাব বিশ্ব
দেখবে সেদিন আজকে যারা
ভাবছো আমায় নিস্ব।


অহংকারে আজকে যারা
কইছো না'কো কথা
বুঝবে সেদিন আমার বুকেও
ছিল কত ব্যথা।


ডাকছি বলে গায়ে পরার
স্বভাব বলেছো আমায়
সারি ধরেও পাবে না যে
সময় যাবে বৃথায়।


মানুষ বলে ভাব নিতো
বলেছো অবুঝ কালা
সময় হলেই জানতে পাবে
বিধাতার কি খেলা?


আমিও সেদিন এমন করেই
ঠেলে দিব দূরে
জুড়িয়ে জ্বালা মুখ লুকিয়ে
কাঁদবো আড়াল থেকে।


সুদিন সবার আসে নাতো
জন্মলগ্ন থেকে
তাই বলে ভাই যেও না ভুলে
আযব জগৎটাকে।


কে যে কখন আমির হবে
কে যে হবে ফকির
হাসি মুখে থেকো সদা
করো বিধাতার যিকির।


আপন করে নিও সবাই
অহংকার বিদায় করে
উন্নত থাকবে চিরদিন শির
সুন্দর অবনী পরে।