চাকরি পাওয়ার ক'দিন আগেও
বুঝিনিতো আমি
এই সমাজে আমি ছিলাম
কত সম্মানী?


বাবার নামেও চিনতো না কেউ
কইতো না কো কথা
বুড়ো দাদা সেও এখন
কয় মনের ব্যথ্যা!


নোটের আশায় বন্ধুর বাসায়
যখন যেতাম আমি
বন্ধু তখন ছল করে
বলতো, কাল আনি!


সেও এখন বেজায় খুশি
বন্ধু পেয়েছি দামী
শখ করে তাই চায় এখন
নিজের পকেট মানি!


আত্মীয় স্বজন থাকতো ভয়ে
দেখতো যদি আমায়
ভাবতো, ঐ যে এলো
কখন বুঝি কি চায়?


ছিল যখন দু:সময়
চিনতো না কেউ আমায়
দু:সম্পর্কের চাচাও এখন
বলে, আয় বাবা আয়!


থাকতাম আমি মুখ লুকিয়ে
বলতাম মাথা ঠুকে
আল্লাহ তুমি সহায় থেকো
বিসিএস যেন জোটে!


আল্লাহ তুমি বড়ই মহান
ম্যাজিস্ট্রেট হলাম আমি
বুঝে গেলাম বছর শেষেই
আমি, কত সম্মানী! !