কারো প্রতি ভালবাসা যদি অনুধাবণ করতে চাও
তাহলে সততা দিয়ে করবে, সতীত্ব দিয়ে নয়
কাউকে ভালোবাসলে তাকে কখনো প্রাকৃতিক ফুল দেবে না
হতে পারে ফুলের সুবাস নেয়া হলেই কেটে যাবে সব মোহ
শুকিয়ে যাওয়ার আগেই ভুলে যাবে তোমার অনুভূতি
ঝরে পরা পাপড়ির মতই ছুড়ে ফেলে দেবে তোমার প্রতি আবেগ
দুমড়ে মুচড়ে ফেলবে সব প্রতিশ্রুতি
ধুলো কিংবা ছাইয়ের মত বাতাসে উড়ে বেড়াবে তোমাদের স্বপ্ন
দিনে দিনে মূল্যহীন হয়ে যাবে তুমি
ম্লান হয়ে যাবে সব স্মৃতি
ভালোবাসলে যদি কিছু দিতেই হয়
তাহলে তাকে কৃত্তিম ফুল দাও নয়তো শো-পিছ
না নিবে সুবাস, না থাকবে শুকিয়ে যাওয়ার ঝুঁকি
না থাকবে ঝড়ে পড়ার ভয়
থাকবে না আড়াল করার প্রবণতা
নিয়মিত যত্ন নিতে বলবে তাতে
দেখবে একসময় তোমাকেই অনুভব করবে তার স্থলে
ভাসবে তোমারই মুখছবি
পেতে চাইবে তোমার স্পর্শ
কারণ ততোদিনে সে ঠিকই বুঝে যাবে
ভালোবাসা মানে হলো যত্ন
একে অপরের প্রতি বিশেষ যত্ন
আর যদি তোমার ভালবাসার মানুষটির পরিপূর্ণতা
পরপ করে দেখতে চাও
তাহলে তাকে উপহার দাও একটি কৃষ্ণচূড়ার চারাগাছ
অপেক্ষা করবে পরম শ্রদ্ধার সাথে
দেখবে সে একদিন ঠিকই ফিরে আসবে সেই কৃষ্ণচূড়া গাছের ফুল নিয়ে
কারণ ভালোবাসার মূল ভিত্তিই হলো আস্থা
দুজনের প্রতি শুধুই আস্থা