শিক্ষা জাতির মেরুদণ্ড
গুরুজনে কয়
তবে কেন ভাঙতে শিক্ষা
এতো প্রত্যয়।


হাত-পা ভাঙছে সিলেবাসের
ভাঙছে মেধার নার্ভ
বিবেকহীন হচ্ছে জাতি
বুঝি তারই প্রভাব।


হারিয়ে যাচ্ছে সৃষ্টিশীলতা
সৃজনশীলতার ভীড়ে
খাবি ঝাচ্ছে শিক্ষার্থীরা
গহীন বালুচরে।


আনন্দ নাই পাঠদানে
দায়ভার এড়ানো তাই
শিক্ষা জাতির মেরুদণ্ড
এখন আর নাই!