কার পরিচয়ে পরিচিত তুমি কিসের গর্ব করো?
অনেক হয়েছে! অহংকার তোমার এবার একটু ছাড়ো।
মিথ্যে মোহে অন্ধ তুমি রংগিন আকাশে ওড়ো
কালো টাকার পাহাড় গড়ে কার মনটা ভরো?
হিম্মত যদি থাকতো সবার সুধাতো তোমায় নিশ্চয়!
যে বেতনে চাকরি করো, এতে বাড়ি-গাড়ি কি করে হয়?
যে সন্তানেরা আজ গল্প করে জানিস, আমার বাবা অমুক, তমুক?
থাকতো তারাও মুখ লুকিয়ে জানতো যদি
মুখোশের আড়ালে তাদের বাবা কত বড় ভিক্ষুক!
অন্যের টাকা হাতিয়ে নিয়ে সুখ কিনতে গিয়ে
মারছো লাথি তাদের পেটে যারা চায় বাঁচতে, ডাল ভাল খেয়ে।
পিশাচ তুমি! জেনেছো কি তাদের ইতিকথা?
দিন শেষে সন্ধ্যা এলেই বাড়ে বুকের ব্যাথা।
চড়ছো তুমি দামি গাড়ি আর থাকছো অট্টালিকায়
কুড়ে ঘরে থেকেও তাদের দিন দিব্বি কেটে যায়।
গতর খাটিয়ে, ঘাম ঝড়িয়ে ডাল ভাত খেয়ে
পরের টাকায় সুখ কিনতে থাকতে হয় না চেয়ে।
গরীব হলো বাংলার গর্ব, বাংলার পরিচয়
তোমাদের মতো নরপিশাচ এদেশে কাম্য নয়!
মানতে যদি নাই পারো আপন স্বত্তাকে
মরো তুমি আগুনে পুড়ে, না হয় ফাঁসিতে!
লোভ-লালসা নয়তো কারো সুন্দর পরিচয়
আপনাকে যারা নিবৃত রাখে খ্যাতনামা তারাই হয়।।