মহাপ্রলয়ের হাতছানি দিচ্ছে ঐ
এখনি বুঝি বাজিবে ফুৎকার
সাবধান হে নটরাজেরা
সাবধান।
পাচ্ছিস কি শুনতে অশনি সংকেত
ক্ষুব্ধ বিধাতার?
ওরে পিশাচ, ওরে নরখাদকের দল
থামরে এবার থাম।
ভেবেছিস কি?
তোদের জুলুমের হবে না কোন প্রতিকার?
নরশার্দূল, সীমার কোথাকার।
জেনে রাখিস মহান আল্লাহ ছেড়ে দেন, দেন না ছাড়।
পাচ্ছিস কি দেখতে ভয়ংকর আলোক দিবসের দ্বার?
উদঘাটিত হবে সব ষড়যন্ত্রের আবরণ
পালাবার তো পথ পাবি না আর
ওহে পীড়নকর।
সেদিন পাবি না খুঁজে তোদের কারিগর, দেবে না কেউ শেল্টার
মহান স্রষ্টার ঘূর্ণিপাকে হবে সব নির্বিকার,
নির্বিকার।
জেনে রাখ দৌরাত্মকারীর দল
তোদেরও মগজ ফুটিয়া পরিবে গলিয়া
জিহবা বের হবে দেড় হাত
বুঝিবি তখন নিপীড়িতের আত্মচিৎকার।
হুঁশিয়ার,
প্রলয়ঙ্করী চক্রবাত হতে হুঁশিয়ার।।