বাবা দিয়েছেন উপদেশ,
শোন বাবা, জগতে কিছু কাজ করতে মানা।
দেখবে শুনবে জানবে কিন্তু কিছু বলবে না
কোন বিপদেও পরবে না।
সালা বলে ডাকে যদি বলো তাকে দুলাভাই
গালি যদি দেয়ও কেউ হাসি মুখে জানাবে বিদায়।
জানি তুমি প্রতিবাদী নেই অন্যায়ের প্রশ্রয়
জগৎটা যে পাল্টে গিয়েছে বাবা
সর্বদা মূল্যবোধের অবক্ষয়।
প্রয়জনের চেয়ে অতিরিক্ত করতে যাবে কিছু
বে-ঘোরে শুধু প্রাণটা যাবে নতুবা দুষ্টুচক্র নেবে পিছু।
ন্যায়ের মশাল অস্তনমিত চলছে অন্ধকারের রাজত্ব
সরল প্রাণে বাঁচতে চাইলে মেনে নাও দাসত্ব।
ন্যায্যতার আদালত আজ নিয়েছে ছুটি বধির সুবিচার
হলেই না হয় শীতল প্রাণী খ্যাতির কি দরকার?
নিজের খেয়ে বনের মহিষ তাড়াবে তুমি যত
আরামের ঘুম হারাম হবে বিপদ আসবে ততো।
আজকে তুমি যাদের নায়ে যাত্রী ডেকে দাও
ঝড়ের দিনে ডুববে ঠিকই যদিও পাশে  থাকে তাদের ময়ূরপঙ্খি নাউ।
বলি বাবা যদি তুমি ভাল থাকতে চাও
নত করে চলো শির সব ভুলে যাও।
সেই থেকে আমি বোবা কালা কোন কথা বলি না।
পায়ে পারা দিলেও কেউ তাকে আমি বকি না।
নিজের বিবেকে কড়া নারি নিজের পথে চলি কারো ধার ধারি না
অন্যের কথায় গা ভাসিয়ে অন্য পথে চলি না।
প্রতিবাদী মনটাকে অবচেতন রাখি অযথাই লড়ি না।
সুবোধ বালকের মত এখন বাস্তবতা বুঝি
ভালই আছি সুখেই আছি করে বাবার আদেশ পুঁজি।