অতি সাধারণ মানুষ আমি
নেইকো তেমন সাধ
বাঁচতে চাই সবার মনে
মরার পরেও অবাধ।


ভাল মন্দ বুঝি না যে
মিশি সবার সাথে
কেউ দেখে কটু চোখে
কেউ সানন্দে।


অন্যের সুখে কাতর হয়ে
দু:খী আমি নই
সুখ-দু:খে সবার পাশে
সমানভাবে রই।


সুসম্পর্ক আজ তাদের সাথে
যারা বুঝেছে আমায়
মলাট দেখে হয়নি মলিন
রাখেনি দূরে কথায়।


আপন মনে করি কাজ
ভাল সবার তরে
বুকে নিয়ে প্রত্যয়
থাকবো জগৎজুড়ে।


হয়তো কাল থাকবো না
ঘুমাবো চিরতরে
লোকে যেন স্মরণ করে
আমায় শ্রদ্ধাভরে।


স্বার্থক করে জন্মটাকে
যেতে চাই ওপারে
প্রার্থনা করি বিধাতার কাছে
অশ্রু নয়ন জলে।