আচ্ছা প্রেমা, বলতে পারো
আমার চোখের পিক্সেল
একজন আলোক চিত্রকরের ক্যামেরা থেকে কি অনেক কম?
তাহলে সে যখন ছবি তোলে তখন তোমার অবয়বে
যে হাসির রেখা দেখতে পাই
আমার চোখে তাকালে তখন দেখি না কেন?
আচ্ছা, একজন শিল্পীর রং তুলির আচরে কি এমন যাদু?
তোমার ছবি আকঁলেই তা মোনালিসা হয়ে যায়।
তার ঝুলিতে কি আমার মনের চেয়ে বেশি রং থাকে?
শিল্পী যখন ছবি আঁকে, তোমাকে হরেক রঙে সাজিয়ে দেয়
তখন তোমার মনে আনন্দের জোয়ার ভাসে।
অথচ, যখন আমি তোমায় আমার মনের রঙে রাঙিয়ে দেই
তখন তা ভাসে না কেন?
তুমি কি আমার মনের ক্যানভাসে তোমার ছবি দেখতে পাও না?
যখন কোন গায়ক তোমায় নিয়ে গান লেখে
সারাদিন তুমি তা গুণগুণ করে গাও।
তোমায় নিয়ে আমার মনে সারাক্ষণ যে সুর বাজে
তুমি কি তা একটি বারও শুনতে পাও না?
তোমায় নিয়ে যখন কোন কবি একটি কবিতা লেখে
তুমি তার ছন্দে মাতাল হয়ে যাও।
প্রতিদিন চোখের পাতায় ঝরে যায় অসংখ্য গীতিকবিতা
তুমি কি তা দেখতে পাও না?
তোমায় নিয়ে কতশত ছন্দ আমার মনে খেলা করে
তার থেকে ঐ কবির দুটি সস্তা ছন্দ তোমার কাছে কি অনেক দামী?
কোন সাহিত্যিক যখন তোমায় নিয়ে কাব্য লেখে
তখন তা বিখ্যাত হয়ে যায়।
তোমার ঐ চোখের তারায় আমি যে কাব্যমালা গেথে যাই
তা কি তুমি পড়তে পার না?
সে কি তোমার মনের ভাষা আমার থেকেও বেশি বুঝতে পারে?
তাহলে আমি কেন খ্যাতি পাই না তোমার কাছে?
বলতে পারো প্রেমা,
যাদের মিথ্যে মোহে আমার ভালবাসা তোমার কাছে বেখবর হয়ে আছে
তারা কি কেউ পারবে তোমার জন্য অনন্তকাল অপেক্ষা করতে?
তোমার শুভ্র মুখের হাসির প্রতীক্ষায় সারারাত ঠাঁয় দাঁড়িয়ে থাকতে?
পারবে কি কেউ অন্ধের মত তোমার রুপের সাগরে ডুবে মরতে?
পারবে কি আমার মতো ভালবাসতে?
বলো না প্রেমা,
আমার বেখবর ভালবাসা তুমি কবে বুঝবে?