আমাদের সম্পর্কের শুরুটা ছিল ভীষণ রোমাঞ্চকর
সূর্য কিরণের ন্যায় স্বচ্ছ ছিল দুজনার সখ্যতা
নিকষ কালো আঁধার ঘরে প্রদীপের আলোর মতো
দ্যুতিময় ছিল আমাদের সম্পর্ক।
সময়ের ব্যবধানে সে সম্পর্কে ভাটা পরেছে আজ
ক্রমে ক্রমে দূরে সরে যাচ্ছি তুমি আমি।
ধূসর প্রায় আজ মধুময় স্মৃতিগুলো
নেই একে অপরের প্রতি সম্মানবোধ, নেই ভালবাসা।
যদিও সমাজের চোখে আমরা বিচ্ছিন্ন নই!
প্রতিদিন কেবল দায়িত্বের দায়ভার কাঁধে নিয়ে কাটিয়ে যাচ্ছি অনুভূতিহীন এক জীবন
সংসার জীবনে যা কিছু দৃশ্যমান তার সবটাই আজ মেকি
মরিচার আধার এখন সমস্ত আবেগ।
আমাদের সম্পর্কটা গভীরভাবে অনুভব করার চেষ্টা করেছি
জমে থাকা অভিমান আর উদাসীনতা ছাড়া কিছুই পাইনি সেখানে।
চেষ্টা করেছি অনেকবার, সব ভুলে আবার শুরুর জীবনটাতে ফিরে যেতে!
দুজনার অহংবোধের পাহাড় এতটাই উঁচু হয়েছে যে তা আর ডিঙানো সম্ভব হয়ে ওঠেনি।
কুঁয়াশার চাদরে ঢাকা পরে গিয়েছে আমাদের ভালবাসার তানপুরাটা
জমেছে অগাধ ধূলা তাতে, ম্লান হয়েছে জীবনের সুর ছিল যত।
ক্ষীণ হয়ে এসেছে সব আশার আলো!
দুজনার চাওয়া-পাওয়ার মাঝে আজ বিস্তর ফারাক
আত্মম্ভরিতার দেয়াল এখন আকাশচুম্বী।
বাস্তবতা ছাপিয়ে দিনে দিনে দুজনাই হয়ে উঠেছি পাক্কা অভিনেতা
যার শুরু হয় ভোরের আলোতে আর শেষটা রাতে বালিশে দুজনার মাথা দুদিকে ঘুরিয়ে।
আত্মস্বাধীনতা, অযাচিত কিছু ঘটনা আর তাৎক্ষণিক সমালোচনামূলক দৃষ্টিকোণ
ব্যাহত করেছিল আমাদের সম্পর্কের গতিধারাকে
যা আজও উৎরাতে পারিনি কেউ।
এভাবেই হয়তো কেটে যাবে জীবনের বাকিটা সময়
আর থাকবো হয়ে বেনামী, তুমি-আমি।।