বৈরী আবওহাওয়ার মাঝে নিজেকে খাপ খাইয়ে নিতে শিখে ফেলেছি
এখন আর তোর বিরূপ আচরণে মন খারাপ হয় না রে পাগলি।
তোর মনের বাইরের খোলসে শক্তিশালী ইলেক্ট্রনে ভরা রে
আমার আবেগী প্রোটনগুলো এতোটাই দূর্বল যে
পারেনি সে খোলস ভেঙ্গে তোর মনের গহীনে প্রবেশ করতে।
দুজনের মনটাকে ল্যাবে নিয়ে গবেষণা আর পরীক্ষা করেছি অনেকবার
কিন্তু কোন সূত্র প্রয়োগ করেই মিশ্রণ করাতে পারিনি।
সমধর্মী চুম্বকের ন্যায় বার বার বিকর্ষিত হয়েছে দুজনের মন।
তবে এখনো হার মানি নাই রে পাগলি!
শুধু ধর্ম পাল্টিয়েছি নিজের!
দ্বিধা-দ্বন্দ পেরিয়ে মনটাকে করেছি সেমি কন্ডাকটর।
একান্ত ইচ্ছেগুলোর আকার হয়েছে পানির মত।
যদিও বৈপরীত্যে তুই আর আমি তবুও পৃথিবীর বুকে আমরা ইতিহাস।
দুজন বিপরীত ধর্মী হয়েও বেঁচে আছি একই গোত্রে।
তুই যে আমার একমাত্র পাগলি।
যাকে প্রাণের চেয়েও বেশি ভালবাসি আর বেসে যাব জনমভর।।