বাঙালি জাতির বীরত্বপণা এখন আর নাই
সাম্যের গান ভুলে সবাই স্বার্থের গান গাই।
নীল নকশা হচ্ছে গাঢ় ধূসর তুমি-আমি
সত্যের ডানা ভাঙছে সদা জীবন টানাটানি।
হচ্ছে চুরি স্বপ্নগুলো সময় বড্ড দামী
অজান্তেই বাড়ছে ঋণের বোঝা সেসব কি আর জানি।
কার হাতে যে লাটাই ঘুরি টানছে কে দাঁড়
স্বেচ্ছাচারী জ্ঞানী সমাজ নেই কো কারো ভার।
বিলীন হচ্ছে বাঙালীয়ানা কি বা আসে যায়
আপনার গোলা ভরতেই কাটে সময় মগ্নতায়।
দ্রব্যমূল্য লাগামহীন খুটির খোঁজ নাই
মধ্যম আয়ের জাতি তবু রোজ মূর্ছা যাই।
ফুরসত নেই একটুখানি দিন যে বড় ভারী
সস্তা সনদ বাড়ছে শুধু চরছে না কেউ গাড়ি।
আসছে দিন শুভ সে তো শুভংকরের ফাঁকি
অন্ধের দেশে বাস যে মোদের বুঝতে কি আর বাকি।
বিবেক যাচ্ছে ভাগাড় তলে বাড়ছে আঁতেল জাতি
নিম্নবিত্ত-মধ্যবিত্তের জ্বলছে লাল বাতি।
সংবার হচ্ছে কৃষি আর আবাদি ভূমি যত
টাকার গরম থাকলে কি ভাই ওসব লাগে অতো।
সোনার ফসল ফলায় যারা নিত্য তাদের মাথায় হাত
আজকে খেলেও কালকি বাঙালি জুটবে তোমার মাছ ভাত।
জানতে নেই রাজকথা বলতে নেই কিছু
সোচ্চার হলেই বুঝবে ঠ্যালা খাবে কোন ইস্যু।
লাশ ঝুলবে কাঁটাতারে নয়তো পরবে রাস্তায়
ছাড়োনা মশাই, বোকা মানুষের মুখের কথায় কি বা আসে যায়।
আমিও তাই নিরীহ প্রাণী বুকটা শুধু ফুলাতেই জানি
ছোবল খেলে রক্ষা নেই বাস্তবতা তাইতো মানি।
সাহস যদিও বেজায় বেশি তবুও বলতে দ্বিধা নাই
নিরুপায়তার কষাঘাতে হয়েছি বনসাই।