কল্পনাতে যখন তখন সাজি বহুরুপী
ইচ্ছে আমার টুটাবো রাত আমি চুপি চুপি।


নইতো আমি বিদ্রোহী, আমি বলবীর
ভবে শুধু রাখতে চাই, উন্নত সবার শির।


দূষিত আজ রাষ্ট্রনীতি, নষ্ট হয়েছে সমাজ
অবতার হয়ে রুখবে সব, নেইতো কেউ আজ।


উচ্ছন্ন প্রায় মৌলিক স্বত্ব, কলুষিত হচ্ছে দেশ
মিথ্যের মাঝি হাল ধরেছে, স্বার্থবাদী আছে বেশ।


ন্যায়ের পথের পথিক যারা, হয়রানির নেইতো শেষ
প্রভাবশালীদের আচরণে আজ, আমলাতন্ত্রের রেশ।


ইচ্ছে আমার সাজবো তাই, আমি বহুরুপী
ভেঙ্গে দিব, গুড়িয়ে দিব, সকল অপনীতি।।