এইটা কিন্তু জীবন না
জীবন মানে বুঝলা না।
সুখ শুধু খুইজা গেলা
সুখের দেখা পাইলা না।
হুম! এইটাকিন্তু জীবন না!


নিজের ঘরের ধন রতন
আপন কইরা নিলা না।
পরের দিকে নযর দিয়া
আপন কি বুঝলা না।
হু! হুম! এ, এইটাকিন্তু জীবন না!


সবই ছিল তোমার হাতে
তুমি শুধু বুঝলা না।
পরের সুখে হিংসে করে
নিজের সুখ দেখলা না।
হুমম! এইটাকিন্তু জীবন না..!


সুখ সবার আপন ঘরে
সবাই সেটা বোঝে না।
সুখ খুঁজতে গিয়ে সবাই
আসল সুখ চেনে না।
উঃ হুঃ হুঃ হুমম! এইটাকিন্তু জীবন না!