ফিরে এসো বাংলা
ফিরে এসো তোমার অপরূপা রূপে
সোনালী প্রান্তর আর ফসলের সুঘ্রাণে
ফিরে এসো বাংলা
ফিরে এসো সবুজ শ্যামল প্রকৃতিতে
কৃষকের আনন্দে, জেলের মাছ ভরা জালে
ফিরে এসো বাংলা
ফিরে এসো আবার সেই সোনালী সময়ে
ইট বালি আর লোহার শৃঙ্খল ভেঙে
ফিরে এসো বাংলা
ফিরে এসো শিকড়ের টানে
শহরের কোলাহল সাঙ্গ করে
ফিরে এসো বাংলা
ফিরে এসো তোমার অবয়বে
শাপলা-শালুকের সুবাসে
পাখিদের মধুর কন্ঠ ও কারুকার্যে
খেজুরের রস, মুড়ি-মুড়কি আর গম কাউনের ক্ষেতে
কাকতাড়ুয়ার বেশে
গাঁয়ের মেঠোপথে।
গরুর গাড়িতে সওয়ার করে
শৈশব ও কৈশোরে স্মৃতিতে
বায়োস্কোপের পর্দায়
ডাংগুলি, মার্বেল, লাটিম আর দাড়িয়াবান্ধা খেলার সাযে
বৃষ্টির ছন্দে, রংধনুর আলোতে
ফিরে এসো বাংলা
ফিরে এসো সেই চিরচেনা চিত্তে
জারি সারি গানে
কামার-কুমারের শিল্পে
কাচের চুড়ির ঝংকারে
পিতল কিংবা মাটির সানকিতে
ঢেঁকি যাতা আর হামাম দিস্তার শব্দে
দখিনের মাতাল হাওয়ায় শীতল প্রাণে
সন্ধ্যায় পুঁথি পড়ার আসরে
ফিরে এসো, ফিরে এসো
ফিরে এসো বাংলা
ফিরে এসো তোমার আপন পরিচিতিতে।