এইতো বেশ ভাল আছি হয়ে কালা বোবা
মিছেয় কেন প্রাণ দেব হে কথায় যখন ডোবা।
হলে হোক মিটিং মিছিল কিংবা আন্দোলন
আমি থাকবো নীরব কবি এই করেছি পণ।
নন্দলাল হয়ে বাঁচাই এখন ইচ্ছে বড় হয়
পাছে ভুল ঠাকুরের পাল্লায় পরে অকাল মৃত্যু হয়।
সবদার ডাক্তারেরা দেশকে তুলছে নিলাম
মূর্খ মাঝির হিসেব কষি স্বাধীনতায় কি পেলাম?
লিচু চুরি, পুকুর চুরির গল্প পিছে ফেলে
দূর্নীতিতে সেরা বীরের মাল্য পরি গলে গলে।
পালটে দিয়ে ইতিহাস সত্য দিয়েছি ঢেকে
বলতে চাই না সেসব কথা ধরবে গলা চেপে।
প্রাণটা আমার অতি প্রিয় এইতো ভাল আছি
আমার দেশ সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।