আমি কনিষ্ঠ ছেলে
জন্মে সবার পরে
পৃথিবীতে দিয়েছি সকলেরে অগ্রাধিকার
বাঁচিবার তরে।


পেয়েছ রাজত্ব, হয়েছ রাজা
অগ্রে আসিয়া ভবে
আমি শুধু হয়েছি গোলাম
তোমাদেরই হুকুমের তরে।


ছিলে স্বাধীন, যাপিছ মুক্ত জীবন
তোমাদেরি ছিল সবে
হারিয়েছি বাক, খুয়েছি অধিকার
পৃথিবীতে আসিয়া পরে।


বড় বলে সকল কাজ
নিতে কাঁধে তুলে
ছোট আমি পারিব না তাই
দিতে দূরে ঠেলে।


জীবন যুদ্ধে নেতৃত্ব দিলে
দায়িত্ববান বলে
বাস্তবতার কঠিন সাগরে আজ
আমি ডুবি জলে।