মানুষ আমি সবার কাছে অতি সাধারণ
খোঁজ না তাই বিশেষ কিছু তোমরা অকারণ
লিখতে হয় এলোমেলো, বলায় আবোল-তাবোল
কাজে বলো পাগলামি সাফল্য অগোচর।


যদি দেখাই উদারতা কুসুম-কোমল মন
বলো তোমরা প্রকৃতির খেল নইলে অবচেতন
সব ছেড়ে হায় যদি আমি আড়ালে মুখ লুকাই
ক্ষান্ত নেই তাতেও ভাই কাপুরষ বলো তায়।


আমার মাঝেও থাকতে পারে শাহজাহান কিংবা ফরহাদ
বলতে গেলেই টেনে আনো সিন্ধুর-বিষাদ
আমিও তো হতে পারি নায়ক কারো তরে
তোমরা কেন বিদ্রুপ করো হৃদয় এহেন পোড়ে।


মানুষ আমি অতি সাধারণ এটুকুই পরিচয়
স্বাধীনতা চাই বাক ও বাঁচার চাইনা সংশয়
করতে যদি নাইবা পারো কল্যাণ কারো তরে
মানুষ আমি বাঁচতে দিও মানুষের মতো করে।