নির্বাচনের হাওয়া নাকি চলছে খুবই ভারী
স্বচ্ছ হবে জেনেই আমার হচ্ছে ভীষণ আড়ি
নির্বাচন কি ভাই সহজ কথা লাগে টাকা কড়ি
রাতের আঁধারে বিবেকটাকে যে কিভাবে বশ করি


জনগণ কি আর স্বচ্ছ বোঝে হাত ভরলেই খুশি
হুদাই যে কেন মগজ ধোলাই দেশসেবিরা দোষী
চাচ্ছে যখন দেশটা নিয়ে উন্নয়নেই ভাসি
সেথায় কেন স্বচ্ছতা আসে প্রহসন দেখে হাসি


দেশ গঠনের সূত্র তো ভাই আমরাই শুধু মানি
এতো বিজ্ঞ থাকতে কেন ভিন জাতিকে টানি
নিয়ম রক্ষার নির্বাচনে ফলাফল সবাই জানি
তবুও কেন কল্পনাতে স্বচ্ছতার দেয়াল আনি


অস্তিত্ব হরণ হবে হলে সুষ্ঠু নির্বাচন
অন্ধ্যের দেশে প্রয়োজন কি অতো নীতি-নির্ধারণ
তবুও যদি বসিয়ে দাও স্বচ্ছ কমিশন
বলছি তবে দেশটা নিয়ে যাব নির্বাসন