বাংলার মাথায় শোভা পাবে শুধু সুশৃঙ্খলতার তাজ
সত্য বাচঁবে সবার মাঝে করবে সুনীতি সদা বিরাজ।
থাকবে না কেউ উদাম গায়ে অপঠিত হয়ে
ছড়িয়ে দিব সুশিক্ষার আলো শহর ও লোকালয়ে।
ছুটি হবে যত বিশৃঙ্খলা আর দূর্নীতি চিরতরে
ন্যায়ের মশাল জ্বলবে সদা হবে কান্ডারী ঘরে ঘরে।
সবুজে শ্যামলে ছেয়ে যাবে চারণভূমি দেশ সাজবে সোনার মোড়কে
হারিয়েছি যাদের সারথী তাঁদের স্বপ্ন এমনি ছিল বুঝি দু নয়নে।
আজ তাঁরা নেই!
হানাদারদের ভয়াল থাবার চিহ্ন জেগে উঠেছে আবার
আমলাতন্ত্র আর বৃটিশ শাসনের দোরগোড়ায় জাতি
বিশৃঙ্খলা, অনিয়ম ও দূর্নীতি বাসা বেঁধেছে সবার মনে।
খর্ব হচ্ছে মৌলিক অধিকার প্রতিষ্ঠা পাচ্ছে অপনীতি।
অন্যায়, অত্যাচার আর নীপিড়িতের রোদনে ভারী হচ্ছে বাতাস
স্বপ্ন পোড়ার কালো ধোঁয়ায় আজ বিষাদে ছেয়েছে আকাশ।
শহীদ ভাইদের আত্মত্যাগ এবং আদর্শ জলাঞ্জলি গিয়েছে সব
নিঝুম রাতে তাঁদের আত্মচিৎকার ভেসে আসে কানে।
'আটকা পরেছি বিধাতার জালে ফিরতে পারি না তাই
নয়লে তোমায় বোঝাতাম বাংগালী স্বাধীনতা কারে কয়?
কীভাবে ভূলে যাও আমাদের প্রতিদান, পদোদলীত করো নীতির চিবুক
তোমাদের তরেই কি করেছিলাম সংগ্রাম, অকাতরে পেতেছিলাম আমাদের বুক?
সময় আছে এখনো হাতে জাগ্রত করো মৃতপ্রায় বিবেক, পরিশুদ্ধ করো সকলের প্রাণ
নইলে আবার ফিরতেই হবে আমাদের ভাঙ্গতে তোমাদের 'নিয়মের ব্যাড়াজাল।'