প্রলয়ের ঝড়ে হারাস নে তোরা
বাহুতে রাখিস বল
ভয় নাই ওরে ভয় নাই
ওহে, বিংশের নব দল।


ভাবিসনে তোরা হারিয়েছে যত
বাংলার শুভদিন
তোরাই তো ভাঙবি আমলার নিয়ম
শুধবি সকল ঋণ।


হবি তোরা সত্যের মাঝি
অরাতির হুংকার
অতন্দ্র হয়ে পাহারা দিবি
করবি শত্রুর জেরবার।


আয় না তোরা রাজপথে
দিয়ে দীপ্ত শ্লোগান
ভয় কিরে ওহে নব দল
বাচাতে স্বাধীন বাংলার মান।


আর কতকাল শুনবো মোরা
আমার আমার শোর
আয় না, আয় না তোরা হে নব দল
রাঙাতে নতুন ভোর।