মাদিহা মনি,
বলতো মা কেমন হবে তবে
তোমার জন্য 'নৈতিক যাদুঘর'
যদি করা থাকে?
ইচ্ছে হলেই দেখতে পাবে
নৈতিক মনের মানুষ
চলতে ফিরতে পাবে না তাই
দেখেই মেটাবে হাউশ।
শুনতে জানি লাগবে না ভালো
মৌলিক গল্প কথা
দেখবে তাই সুযোগ পেলেই
স্লথা সারি গাথা।
শিখতে যখন চাইবে তুমি
নিত্য নৈতিকতা
যাদুঘরে এলেই পাবে
নৈতিক সংগ্রহশালা।
ব্যক্তি মাঝে না পাও যদি
সৃষ্টি সৃজনশীলতা
চট করে দেখে নিও
মৌলের ইতিকথা।
আধুনিক যুগের মেয়ে তুমি
মনে জাগে সংশয়
হবে কিনা ব্যস্ত পরিসরে
নৈতিকতার সাথে পরিচয়।
দোয়া করি বেঁচে থাকুক
নীতি সবার তরে
আসতে যেন না হয় মা
'নৈতিক যাদুঘরে।'