কি হলো আজ বিশ্বের
ঘন সবুজ প্রান্তরের
মরুভূমির হাতছানিতে
দেখি শুধু চেয়ে চেয়ে।


ও আকাশ, সূর্য, বৃষ্টি
তোমাদের আচরণ কেন আজ বৈরী
হাহাকার চারিদিকে
দেখি শুধু চেয়ে চেয়ে।


ও পৃথিবীর মানুষ কি হলো আজ তোমাদের
বর্বরতা বেড়েই চলেছে
এলো বুঝি আঁধার ঘনিয়ে
দেখি শুধু চেয়ে চেয়ে।


প্রাণীকুল ও তৃণমূল
ক্রমশ হচ্ছে বোকা বাক্সেই কেবল বন্দী
মহাপ্রলয় ঐ ডাকে
তবুও দেখি চেয়ে চেয়ে।